বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

ADVICE ABOUT TREATMENT( KITOPROFEN)

.
It,s indicated in musculoskeletal and joint disorders such as ankylosing
spondylitis, osteoarthritis, and rheumatoid arthritis, in periarticular dis
such as bursitis and tendinitis, in mild to moderate pain such as
dysmenorrhoea or postoperative pain, and in other painful and inflammatory
conditions such as acute gout or soft-tissue disorders.
Ketoprofen is used for symptomatic relief of mild to moderate pain, such as
postoperative (including that associated with dental surgery) postpartum
and orthopedic (including musculoskeletal strains or sprains) pain and
visceral pain associated with cancer.
--- IM injection is indicated for management of acute exacerbations of :
Rheumatoid arthritis, osteoarthritis, ankylosing spondylitis, periarticular
conditions such as fibrositis, bursitis, capsulitis, tendinitis, and tenosynovitis,
low back pain of musculoskeletal origin, sciatica, other musculoskeletal
conditions, acute gout and control of pain and inflammation following
orthopaedic surgery.
-- 2.5% Gel is an anti-inflammatory and analgesic preparation to be
applied topically to the painful area. It is indicated as a short-term treatment
for traumatic lessions (sprains, tendinitis, edema, bruises) and pain
মাত্রা:- Tablet: Oral treatment with Ketoprofen is 50-100 mg daily, taken with
food to minimize gastrointestinal disturbance. For rheumatic disease, 100-
200 mg daily in 2-4 divided doses with food. For pain and dysmenorrhoea,
50 mg up to 3 times daily.Ketoprofen SR Capsule: 100-200 mg once daily, depending on patient’s weight
and on severity of symptoms
Kitoprofen Injection( IM )injection: Adults: 50 to 100 mg every four hours, repeated up to a
maximum of 200 mg in twenty-four hours for up to 3 days. Following a
satisfactory response oral therapy should be instituted with tablet. It is
recommended that the injection should not normally be continued for
longer than three days.
Elderly: As with other medications it is generally advisable in the elderly to
begin ketoprofen therapy at the lower end of the dose range and to maintain
such patients on the lowest effective dosage.
Paediatric dosage: Not established for intramuscular use.
It is not used as intravenous injection.
Kitoprofen 2.5% Gel: 2.5% Gel is to be applied to the painful area twice daily
The gel can be used with an occlusive dressing. Rub gently into the skin to
ensure penetration.
For children : There is no contraindication to the use of this drug in children,
but the appropriate dosage has not yet been established.
Dosage of Ketoprofen must be carefully adjusted according to individual
requirements and response, using the lower possible effective dosage.
Dosage exceeding 300 mg daily has not been adequately studied and are
not recommended.
পার্শপ্যতিক্রিয়া:-ADVERSE EFFECT
Adverse reactions to Ketoprofen are usually mild and mainly involve the GI
tract, particularly upper GI tract. Most Ketoprofen-induced adverse effects
occur during the first month of treatment, and the frequency of adverse
effects generally decreases with continued therapy.
Adverse reactions involving digestive system are dyspepsia, nausea,
abdominal pain, diarrhoea, constipation, flatulence, anorexia, vomiting,
stomatitis and that involving nervous system are headache, dizziness,
malaise, depression, nervousness, dreams, etc. Other reactions are tinnitus,
visual disturbance, rash, impairment of renal function, signs or symptoms of
urinary-tract irritation.

CONTRAINDICATION AND PRECAUTION
Ketoprofen is contraindicated in patients with known hypersensitivity to the
drug. Ketoprofen is contraindicated in patients in whom asthma, urticaria, or
other sensitivity reaction is precipitated by aspirins or other NSAIDs, since
severe, rarely fatal, anaphylactic reactions to Ketoprofen have been reported
in these patients.
The risk of potentially serious adverse GI effects should be considered in
patients receiving Ketoprofen, particularly in patients receiving chronic
therapy with the drug. Ketoprofen should be used in patients with GI
bleeding or active peptic ulceration only when the potential benefits justify
the possible risks.
Ketoprofen should be used with caution in patients who may be adversely
affected by a prolongation of bleeding time (e.g. patients receiving
anticoagulant therapy), since the drug may inhibit platelet function.
Ketoprofen should be used with caution in patients with heart failure,
hypertension, or other conditions associated with fluid retention, since

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০

ইংরেজি শব্দের বিচিত্র রূপ


দুটি ভিন্নার্থক ইংরেজি শব্দকে জোড়া দিয়ে তৈরি করা যায় নতুন অর্থের আরেকটি শব্দ। সাধারণত দুই বা ততোধিক শব্দযোগে সম্পূর্ণ অন্য অর্থবিশিষ্ট একটি শব্দ সৃষ্টি হয়। এই পাঠে তেমন কিছু শব্দ এবং একটি শব্দের অন্তর্গত একাধিক শব্দ দেওয়া হলো। এখন ইংরেজি শব্দের বিচিত্র রূপ।
After - পরবর্তী, Math - গণিত; কিন্তু Aftermath - ফলাফল, পরিণাম (লাক্ষণিক অর্থে)।
Auto - স্বয়ং, Graph - চিত্র; কিন্তু Autograph - স্বাক্ষর।
At - প্রতি, One - এক; কিন্তু Atone - প্রায়শ্চিত্ত করা।
Be - হওয়া, Am - হই; কিন্তু Beam - কড়িকাঠ।
Bule - নীলবর্ণ, Jacket - জ্যাকেট; কিন্তু Bulejacket - রণতরীর নাবিক।
Chair - চেয়ার, কেদারা, Man - মানুষ; কিন্তু Chairman - সভাপতি।
Cap - টুপি, On - উপরে; কিন্তু Capon - খাসিমোরগ।
Clod - মাটির ঢেলা, Pole - খুঁটি, দণ্ড; কিন্তু Clodpole - মাথামোটা (বোকা) লোক।
Ever - কখনো, More - অধিক; কিন্তু Evermore - অবিরামভাবে।
Fire - আগুন, Fly - মাছি; কিন্তু Firefly - জোনাকি।
Fool - বোকা, Foot - পায়ের পাতা; কিন্তু Foolfoot - টগর।
For - জন্য, Give - দেওয়া; কিন্তু Forgive - ক্ষমা করা।
Garb - পোশাক, Age - বয়স; কিন্তু Garbage - পরিত্যক্ত অংশ।
Her - তার, On - ওপরে; কিন্তু Heron - সারস।
In - মধ্যে, ভিতরে, Come - আসা; কিন্তু Income - আয়, উপার্জন।
Jay - নীলকণ্ঠ, মণিকণ্ঠ পক্ষিবিশেষ, Walker - যে হাঁটতে সাহায্য করে; কিন্তু Jay - walker - যে নিয়ম না মেনে রাস্তা চলে।
Keep - রাখা, Sake - কারণে, উদ্দেশ্য; কিন্তু Keepsake - স্মারকদ্রব্য।
Lady - ভদ্রমহিলা, Bird - পাখি; কিন্তু Ladybird - গুবরে পোকাবিশেষ।
Less - খণ্ডাংশ, সামান্য, On - ওপরে; কিন্তু Lesson - পাঠ।
Lime - লেবু, লেবুগাছ, Light - আলোক; কিন্তু Limelight - থিয়েটারে প্রখর সাদা আলোক।
Night - রাত, Queen - রানী; কিন্তু Nightqueen - এক ধরনের ফুল।
Per - প্রতি, Son - পুত্র, ছেলে; কিন্তু Person - ব্যক্তি।
Plum - কুল, Age - বয়স; কিন্তু Plumage - পাখির পালকসমূহ।
Pre - পূর্ব, আগে, Late - বিলম্বিত; কিন্তু Prelate - প্রধান ধর্মাচার্য।
Quick - দ্রুত, Silver - রৌপ্য; কিন্তু Quicksilver - পারদ।
Ray - রশ্মি, On - ওপরে; কিন্তু Rayon - কৃত্রিম রেশম।
Re - পুনঃ, Tail - লেজ; কিন্তু Retail - খুচরা বিক্রয় করা।
Sea - সমুদ্র, Son - পুত্র; কিন্তু Season - ঋতু, কাল।
Star - তারকা, Apple - আপেল; কিন্তু Starapple - জামরুল।
Tar - আলকাতরা, Get - পাওয়া; কিন্তু Target - লক্ষ্যবস্তু।
Up - ওপরে, Set - স্থাপন করা; কিন্তু Upset - বিপর্যস্ত করা।
Visit - পরিদর্শন করা, Ant - পিপীলিকা; কিন্তু Visitant - অভ্যাগত ব্যক্তি।

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১০

শরীরের চুলকানি বা স্ক্যবিস(Scabis)

কারন-সচরাচর একই কাপড় অনেক দিন ব্যবহার করলে ঘাম,ময়লা এসব থেকে এটি হয়ে থাকে। কিন্ত একবার শুরু হলে আর সারতে চায় না।
কারও এটি দেখা দিলে এর কাপড়,বিছনা বা ঘরের সবারই এটি ছড়াবে। অত্যান্ত বিরক্তিকর এক অবস্থা-
বিশেষ করে রাত্রে বিছানাতে ঘুমাতে গেল চুলকানি বেশি হয়।
প্রতিকার- প্রথমত বিছানার চাদর ব্যবহারের সব কিছু সাবান,গরমপানি দিয়ে ধূয়ে রো্দ্রে শুকাতে হবে।তারপর ইস্ত্রি করে ব্যবহার করতে হবে।নতুবা
ঔষধ খেয়ে কোন কাজ হবে না।
চিকিৎসা-১।বাজারে Permithrin জাতীয় ক্রীম পাওয়া যায়।(Lotrix,Permin, Scabex)ইত্যাদি।
ব্যবহারের নিয়ম-রত্রে শোয়ার সময় সম্পুর্ন শরীরে চোখ,মূখ ছাড়া ভাল করে সম্পূর্ন ক্রীম লাগাতে হবে।মাত্র ১ বার লাগালেই চলবে।
খাওয়ার ঔসধ- সচরাচর লাগে না তবু বেশি হলে প্রতিদিন সকালে Loratidine.Fexofanadine HCL180mg(Orin,Loratine etc.
/Alagra180 etc,)৪/৫ দিন খেতে পাড়েন।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১০

মূখের দূর্গন্থ ও এর সাময়িক প্রতিকার-

অনেক কারনেই আমাদের মূখ থেকে খারাপ গন্ধ আসতে পারে,তার আগে এর থেকে সাময়িক প্রতিকার আবশ্যক।
কারন অনেক মানুষের সাথে কথা বলা থেকে আরম্ভ করে নিজের আপন লোকের সাথেও স্বাভাবিক কথা বার্তা বলা লজ্জা বোধ হয়।
এর থেকে মূক্তি পেতে হলে পড়ূন POVIDINE IODINE MOUTH WASH এর ব্যবহার নির্র্দেশিকা নিচের ঠিকানায় http://thisblogisforyouareyoureadytofun.blogspot.com
সাধারনত আমাদের দেশে অনেক নামে এই ঔষধটি পাওয়া যায় যেমন -ভায়োডিন মাউথ ওয়াশ, পভিসেপ মাউথ ওয়াশ,ইত্যাদি নামে।
ব্যবহার - রাত্রে ও সকালে দাত ব্রাশ করার পর আধা গ্লাস কুসুম গরম পানির সাথে বোতলে সরবরাহ কৃত কাপে ১ কাপ ঔষধ
মিশিয়ে মূখে ৫/৬ মিনিট রেখে গড়গড়া করে কুলি করতে হবে।
সতর্কতা - খাওয়া যাবে না।
এটি দামে সস্তা ও মান সম্মত ,দাম- ২০ থেকে ৩০ টাকার মধ্যে।